Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২৪

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে শি জিন পিং ও পুতিনের আহ্বান


প্রকাশন তারিখ : 2024-05-16

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।আজ  চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তার সফরসূচি শুরু করেন।  বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত করেছেন, তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।  তিনি আরও বলেন, এশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধ করার সুযোগ নেই, বৈশ্বিক এবং আঞ্চলিক অনেক সমস্যার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি একই রকম। এর আগে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করেন শি ও পুতিন। এ উপলক্ষে শি তার বক্তব্যে দুই দেশের মধ্যে ৭৫ বছরের চিরস্থায়ী বন্ধুত্ব এবং সর্বাত্মক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বৈরী পরিবেশ সত্ত্বেও এগিয়ে যাওয়ার শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠেছে এই বন্ধুত্ব।