নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজেদের প্রথম টিভি বিতর্কে কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন ও লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে ব্যাপক বাক-বিতন্ডা হয়েছে।
বিতর্কে বরিস প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি চলমান রাষ্ট্রীয় সংকটের অবসান ঘটাবেন। তাছাড়া লেবার পার্টি দেশকে শুধুমাত্র বিভক্তি ও অচলাবস্থা উপহার দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, তার দল ব্রেক্সিট চুক্তিকে নতুন করে সাজাবে।
তাছাড়া জনসন ও করবিনের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস, বিশ্বাস ও নেতৃত্ব, স্কটল্যান্ডের ভবিষ্যত ও ব্রিটিশ রাজ পরিবারের বিষয়ে বাদানুবাদ হয়।