বুধবার রাজ্যটির গাদচিরোলি জেলার এ ঘটনায় শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তা সদস্যদের বহনকারী গাড়িটি উড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।
ছত্তিশগড়ের সীমান্তবর্তী ওই জেলায় পুলিশের গাড়িটিকে লক্ষ্য করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়।
একই দিন ভোরে মাওবাদীরা গাদচিরোলির কুরখেদা এলাকায় একটি সড়কের নির্মাণকাজে নিয়োজিত ২৫টি গাড়িও আগুনে পুড়িয়ে দিয়েছে।
রাস্তার পাশে সারি দিয়ে রাখা গাড়িগুলো কেরোসিন ও ডিজেল ব্যবহার করে জ্বালিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওয়াদে।
মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা দিবসে এ দুটি ঘটনা ঘটলো।