তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বুয়েটের ছাত্র আবরার ফরহাদকে হত্যার বিষয়টিকে ‘জঘণ্য’ উল্লেখ করে বলেন, অপরাধীদের ‘সর্বোচ্চ শাস্তি’ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
সচিবালয়ে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, ‘আবরার হত্যা মামলার সব অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, সরকার এবং ক্ষমতাসীন দল সবসময় এমন হত্যাকান্ডের বিরোধিতা করে।
মন্ত্রী বলেন, সমালোচনা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি চর্চার বিষয়। যে কেউ তার নিজের মতামতের মাধ্যমে সমালোচনা করতেই পারে। ‘তবে, হত্যা বা আক্রমণ মতবিরোধের জবাব দেয়ার কোনও পন্থা হতে পারে না।’
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে আবরার হত্যাকান্ডের জন্য বুয়েট শাখার কিছু নেতা-কর্মীকে বহিষ্কার করেছে।