Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২৩

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশন তারিখ : 2023-04-16

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন ‘স্মার্ট’ বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হবে স্মার্ট জনগোষ্ঠী। আর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী জনগোষ্ঠী গড়ে তুলতে যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল-NTC এর অষ্টম সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।ডিজিটাল যুগে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের জন্য সঠিক ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।