পদ্মা সেতুর ১৭ তম স্প্যান আজ বসানো হচ্ছে। সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে আজ এ স্প্যান বসানোর কথা রয়েছে। আর এটি বসে গেলে সেতুর ২ হাজার ৫৫০ কিলোমিটার দৃশ্যমান হবে। এছাড়া মাওয়া প্রান্তে ২২ ও ২৩ নম্বর খুঁটিতে (পিয়ার) ৪-ডি নম্বর স্প্যান বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, স্প্যানটি খুটির কাছাকাছি চরে নিয়ে বেশ কদিন আগে রাখা হয়েছিল। এখন শুধু বসানোর অপেক্ষা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে।