Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৯

আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাক্ষর হবে ৩টি চুক্তি


প্রকাশন তারিখ : 2019-11-16

   শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে ‘দুবাই এয়ার শো’তে যোগ দিতে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   প্রধানমন্ত্রী তাঁর সফর সঙ্গীদের নিয়ে আজ বিকেলে ইমিরেটস-এয়ারলাইন্সের একটি বিমানে   দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

   প্রধানমন্ত্রীর দুবাই সফরকালে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৩টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

    এছাড়া এই সফরকালে দু’টি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি একটি প্রটোকল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

 সফরকালে শেখ হাসিনা দুবাইয়ের শাসক ছাড়াও আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রীম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারপারসন শেখ ফাতিমা বিনতে মোবারকের সাথেও বৈঠক করবেন।

   এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাসে অনাবাসিক বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন।

   চারদিনের সফর শেষে আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।