Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০২৩

ইউক্রেনের বড় ধরণের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে রাশিয়া।২৫০ ইউক্রেনীয় সেনা নিহত দাবি মস্কোর


প্রকাশন তারিখ : 2023-06-05

ইউক্রেনের চালানো বড় ধরনের একটি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে মস্কো বলছে, এই লড়াইয়ে কয়েক’শ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।আজ রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হয়। অবশ্য রাশিয়ার দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, গতকাল ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্কের যুদ্ধক্ষেত্রের পাঁচটি পয়েন্ট দিয়ে কিয়েভের চালানো বড় ধরনের হামলা রুশ বাহিনী ব্যর্থ করে দিয়েছে। ইউক্রেন এই হামলায় ছয়টি যান্ত্রিক ও দুটি ট্যাংক ব্যাটালিয়ন যুক্ত করেছিল।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই হামলার ঘটনায় ইউক্রেনের অন্তত ২৫০ সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।পাশাপাশি তারা ইউক্রেনের ১৬টি ট্যাংক, ৩টি পদাতিক যুদ্ধযান ও ২১টি সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করেছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। হামলা চালিয়ে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নেয় রাশিয়া।দখল করা এলাকাগুলো পুনর্দখলে ইউক্রেন পাল্টা হামলা চালাতে পারে বলে দীর্ঘদিন ধরে ধারণা করে আসছে মস্কো।গতকালের ঘটনাটি ইউক্রেনের পরিকল্পিত পাল্টা হামলার সূচনা কি না, তা স্পষ্ট নয়।