পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশ ও ভারতের ভ্রমণকারীদের দেশে আগমন বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৩১ মার্চ পর্যন্ত আগমন বন্ধ অব্যাহত থাকবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপে করোনাতে নতুন করে ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয়ায় সরকার দেশবাসীকে রক্ষায় এই ঘোষণা প্রদান করেছে।
ভারত, সৌদি আরব, কুয়েত ও কাতার সংলগ্ন সীমান্ত এলাকার দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে একই আগমনী বন্ধ ঘোষণা করা হয়েছে।