প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমারসন মানাঙ্গগাওয়া । জিম্বাবুয়ের নির্বাচন কমিশন শনিবার সন্ধ্যায় মানাঙ্গগাওয়াকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়, মানাঙ্গগাওয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধীদল সিটিজেন্স কোয়ালিশন ফর চেঞ্জ পার্টির নেতা নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।যদিও বিরোধীরা ভোটের এই ফলাফলকে মেনে নিতে অস্বীকার করেছে। নির্বাচন পর্যবেক্ষকরাও তাৎক্ষণিকভাবে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন।২০১৭ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর ক্ষমতায় আসেন মানাঙ্গগাওয়া।