Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২০

সাক্ষ্য ও নথি নিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু


প্রকাশন তারিখ : 2020-01-22

সাক্ষ্য ও নথি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের লড়াইয়ের মধ্য দিয়ে সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কাজ মঙ্গলবার শুরু হয়েছে।
অভিশংসন বিচার প্রক্রিয়ার নেতৃত্বে থাকা অভিজ্ঞ প্রসিকিউটর ডেমোক্রেট এডাম শিফ রিপাবলিকানদের চ্যালেঞ্জ করে বলেন, ‘আমরা প্রস্তুত। আমাদেরকে বিচার শুরু করতে দিন। আমরা কি শুরু করবো?’
এছাড়া অভিযোগ সম্পর্কিত হোয়াইট হাউসের ফাইল উপস্থাপন করতে ডেমোক্রেট নেতা চাক শুমারের প্রস্তাবও সিনেটে বাতিল হয়ে যায়।
এ প্রেক্ষিতে শিফ বলেন, বেশিরভাগ আমেরিকান ‘বিশ্বাস করে না যে ন্যায় বিচার হবে। তারা বিশ্বাস করে না যে সিনেট নিরপেক্ষ হবে।’
তিনি বলেন, ‘ফলাফল পূর্ব নির্ধারিত এটাই তারা বিশ্বাস করে।’
এর আগে পাট চিপোলন ও জ্যা সেকুলোর নেতৃত্বে প্রেসিডেন্টের আইনজীবী দল এই বিচারকে ‘সংবিধানের বিপদজনক বিকৃতি’ উল্লেখ করে তা থেকে প্রেসিডেন্টকে রেহাই দেয়ার দাবি জানায়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের কারণ গত বছরের ১৮ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হন।
তার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ তিনি নভেম্বরে পুন:নির্বাচিত হতে ইউক্রেন সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
দ্বিতীয় অভিযোগ, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে ট্রাম্প অসম্মতি জানান। এর মাধ্যমে তিনি কংগ্রেসের কাজে বাধার সৃষ্টি করেন।