Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০১৯

তালেবানের সাথে আলোচনা বাতিল করলেন ট্রাম্প


প্রকাশন তারিখ : 2019-09-08

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে শান্তি আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন। গত ১৮ বছরের সংঘাত নিরসনে একটি শান্তি চুক্তির কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর এ সময়ে তিনি শনিবার তা বাতিলের ঘোষণা দিলেন।
এছাড়া ক্যাম্প ডেভিডে রোববার কয়েকজন তালেবান শীর্ষ নেতা এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সাথে তার গোপনে বৈঠক হওয়ার কথা ছিল। কাবুলে তালেবানদের হামলায় একজন মার্কিন সেনা নিহত হওয়াকে কেন্দ্র করে ট্রাম্প তাও বাতিল করেছেন।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, কয়েকজন শীর্ষ তালেবান নেতা এবং পৃথকভাবে আফগান প্রেসিডেন্টের সাথে ক্যাম্প ডেভিডে আমার গোপন বৈঠক হওয়ার কথা ছিল। আজ রাতে তারা যুক্তরাষ্ট্রে আসছে। কিন্তু দুর্ভাগ্য ভুয়া দর কষাকষির লক্ষ্যে তালেবানরা কাবুলে হামলা চালিয়ে আমাদের একজন মহান সৈন্য ও আরো ১১জনকে হত্যা করেছে।