Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৯

ব্রেক্সিট চুক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি।বিকল্প পথ খুঁজতে ১২ই এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছেন প্রধানমন্ত্রী টেরিজা মে


প্রকাশন তারিখ : 2019-03-30

ব্রেক্সিট চুক্তি নিয়ে তৃতীয়বার পার্লামেন্টে ভোটাভুটিতে হারের পর অনিশ্চয়তায় পড়েছে ব্রেক্সিট পরিকল্পনা।

গতকালের ভোটাভুটিতে চুক্তির পক্ষে ২৮৬ এবং বিপক্ষে ৩৪৪ ভোট পড়ে।ফলে এ অচলাবস্থা নিরসনে সমাধানের নতুন পথ নিয়ে ভাবতে হচ্ছে থেরেসা মে ও তার ক্যাবিনেট সদস্যদের।

লেবার পার্টির নেতা জেরেমি কবরিন থেরেসা মে কে তাঁর চুক্তি পরিবর্তনের বা অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়েছেন।

  থেরেসা মে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদে ব্রেক্সিট চুক্তি অনুমোদিত হলে ২২শে মে চুক্তি কার্যকরের দিন তিনি পদত্যাগ করবেন।

  চুক্তি ছাড়া ব্রেক্সিট এড়াতে দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছাতে এখন ১২ই এপ্রিল পর্যন্ত সময় পাচ্ছেন থেরেসা মে ।

  এদিকে পরবর্তী করণীয় ঠিক করতে ১০ই এপ্রিল ঠৈক ডেকেছে ইউরোপীয় কাউন্সিল।