পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন যে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের নির্ধারিত মিয়ানমার সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকা ও নেপিডোর মধ্যে সমজোতার অন্য কোন পন্থা খুলে যাবে।
আজ এখানে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস সেনা প্রধানের এই সফর (রোহিঙ্গা সমস্যা সমাধানে) ইতিবাচক ফলাফল এনে দেবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্পেন সফর উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) অধীনে কোপ-২৫ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১ ডিসেম্বর রিয়েল মাদ্রিদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
###