Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৫

অস্কারে সেরা সিনেমা ‘অ্যানোরা’


প্রকাশন তারিখ : 2025-03-03
বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিন ছিল ২ মার্চ। এদিন লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৫ অনুষ্ঠিত হয় চোখধাঁধানো জাঁকজমকের সাথে। মোট ২৩টি বিভাগে প্রদান করা হয়েছে এবারের অস্কার পুরস্কার। প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির সিনেমা ‘আনোরা’   জিতে নেয় সেরা চলচ্চিত্রের পুরস্কার। শুধু তাই নয়, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে পরিচালক শন বেকারের এই চলচ্চিত্রটি। ‘আনোরা’র জন্য সেরা অভিনেত্রী হয়ে অস্কারের সবচেয়ে আলোচিত তারকা হলেন মাইকি ম্যাডিসন। এটি তাঁর প্রথম অস্কার এবং অভিষেকেই এই স্বীকৃতি পাওয়ায় হলভর্তি দর্শক তাঁর জন্য উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়।  এদিকে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিংবদন্তি অ্যাড্রিয়েন ব্রডি,  ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য । এর আগে ২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য অস্কার জিতেছিলেন তিনি। এছাড়া সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন  কিয়েরেন কালকিন, সেরা সহ-অভিনেত্রী  জো সালদানা, সেরা অ্যানিমেটেড ফিচার  ‘ফ্লো’, সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’ এবং সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’।