Wellcome to National Portal
  • btv 2-2
  • btv 3-2
  • 2024-12-31-08-41-daa79703d180d2d6e0a493b1a18e21fb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৯

শ্রীলংকায় চার্চ ও হোটেলে বোমা হামলায় নিহত ১৩৭


প্রকাশন তারিখ : 2019-04-21

 শ্রীলংকায় রোববার হোটেল ও চার্চে বোমা বিস্ফোরণে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে।নগরীর তিনটি হোটেল ও একটি চার্চে এ হামলা চালানো হয়েছে।রাজধানী কলম্বোতে এই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। রাজধানীর উত্তরে নেগোম্বোর একটি চার্চে হামলায় আরো ৬৭ জন নিহত হয়েছে।
এদিকে দেশটির পূর্বাঞ্চলে বাট্টিকালোয়া শহরের একটি চার্চে আরো ২৫ জন নিহত হয়েছে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক বক্তৃতায় বলেন, এই হামলা ও বিস্ফোরণের ঘটনায় তিনি স্তম্ভিত।
তিনি সকলকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইট বার্তায় জানান, ‘আমি আজ আমাদের জনগণের ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’