বুধবার পেরুতে নিজ বাড়িতেই শতবর্ষী এ কূটনীতিক ও রাজনীতিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে ফ্রান্সিসকোর বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন আরপিপি জানিয়েছে।
১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত জাতিসংঘ প্রধানের দায়িত্বে থাকা হাভিয়ার লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।
আট বছর ধরে চলা সংঘাতের পর ১৯৮৮ সালে তার মধ্যস্থতাতেই ইরান-ইরাক যুদ্ধবিরতিতে গিয়েছিল। এ চুক্তিকে হাভিয়েরের অন্যতম কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হয়।