বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে আগের বছরের তুলনায় ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত ‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০১৯’-এ ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম।
আগের বছর এই অবস্থান ছিল ২৫তম। সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সফলতা দেখিয়েছে বাংলাদেশ।
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকারের কঠোর নীতি বেশ কাজে এসেছে বলে সূচকে উল্লেখ করা হয়েছে। মূলত ২০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদ দমনে কঠোর হয় বাংলাদেশ। সরকার এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে।
দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দ্রুত কাটিয়ে ওঠে। এর ফলে সূচকে এমন উন্নতি। এবার সূচকে মোট ১০ স্কোরের মধ্যে ৫ দশমিক ২০৮ পেয়েছে বাংলাদেশ।