দেশের মর্যাদা সমুন্নত রাখতে নিজেদের দক্ষ ও আদর্শ বিমানসেনা হিসেবে গড়ে তুলতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
তিনি আজ বঙ্গবন্ধু ঘাঁটিতে বিমান বাহিনীর ১, ৩, ৫, ৮ ও ৯ এবং ৭১ স্কোয়াড্রনকে ন্যাশনাল স্টান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বিমান বাহিনীর এ ৬টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এ উপলক্ষে দেয়া ভাষণে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বিমান বাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
দেশের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি আশা করেন আগামীতে বিমান বাহিনী দেশ ও জাতির উন্নয়ন কর্মকাণ্ডে আরো সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।
রাষ্ট্রপতি ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।