টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি।সুপ্রীম ইলেকশন কাউন্সিল প্রধান আহমেদ ইনের জানিয়েছেন এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তিনি জানান ৯৯ দশমিক ৪৩ শতাংশ ভোট গণনায় এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বি বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। দুই মিলিয়নেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার সেই ভোটে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কেমাল কিলিচদারওলু। তাঁর ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়। ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।এদিকে, তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ এরদোয়ানকে একে একে অভিনন্দন জানিয়ে চলেছেন সরকার প্রধানেরা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।