তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়ার পরও বিএনপি অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তিনি বলেন, ব্যস্ততম রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার।তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা ড্রপ আয়োজিত তামাক বিরোধী জাতীয় সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, ই-সিগারেট গ্রহণ এবং আমদানি বন্ধে নতুন আইনে কঠোর বিধিনিষেধ থাকা প্রয়োজন।অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযো্দ্ধা কাজী রিয়াজুল হক, ড্রপের চেয়ারম্যান আজাহার আলী তলুকদার এবং উপ-নির্বাহী পরিচালক মোঃ জোবায়ের হাসান বক্তব্য রাখেন।