ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থায় (ইউএনআরডব্লিউএ) তহবিল দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও কানাডা।বিবিসি জানায়, গতবছর ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে ইউএনআরডব্লিউএ- তাদের কয়েকজন স্টাফকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর পশ্চিমা দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে।ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের এই ত্রাণ সংস্থাটি গত শুক্রবার তাদের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পরই প্রথম এই সংস্থায় অর্থায়ন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়। এরপর বাকি দেশগুলোও একই পথে হাঁটল। শনিবার সর্বশেষ একই পদাঙ্ক অনুসরণ করেছে নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডও।