Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২০

জাতীয় সংসদে আজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০সহ তিনটি বিল পাস হয়েছে।


প্রকাশন তারিখ : 2020-09-08

 জাতীয় সংসদে আজ বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল,২০২০সহ তিনটি বিল পাস হয়েছে।
বাকি দু’টি বিল হচ্ছে, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল,২০২০ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২০।
বিল তিনটির মধ্যে প্র্থম দু’টি বিল পাসের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আর শেষে উল্লেখিত বিলটি পাসের প্রস্তাব করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ।
বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিলে, দেশের প্রকৌশল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন, গবেষণার ফলাফল বাণিজ্যিকীকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ, আত্মীকরণ ও অভিযোজন করতে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিলে গবেষণাসহ এসব ক্ষেত্রে সমন্বয়, সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল নামে একটি কাউন্সিল গঠনের বিধান করা হয়। বিলে কাউন্সিলের গঠন প্রণালী কার্যাবলী, দায়িত্ব, ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দষ্ট বিধান করা হয়।