চলতি অর্থ বছরের জুলাই মাসে ১৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্সের ঐ পরিমাণ ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এটি গত বছরের জুলাই মাসের চেয়ে ২১ দশমিক ২০ শতাংশ বেশী।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় জুলাই মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসের শুরুতেও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এর পরিমাণ ছিল ৭২ কোটি ডলার।
এর আগে গত মে মাসে দেশে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স আসে যা ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।