নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর অনুরোধে পাঠানো ত্রাণগুলো সেখানে মজুদ করে রাখা হচ্ছে।
এসব ত্রাণ মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
অপরদিতে গুইদো বলেছেন, ভেনেজুয়েলার স্বেচ্ছাসেবকরা ২৩ ফেব্রুয়ারি এসব ত্রাণ সীমান্ত পার করে নিয়ে যাবেন।
কুকুতায় এক সংবাদ সম্মেলনে ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন জানিয়েছেন, ভেনেজুয়েলা বাড়তে থাকা মানবিক সংকটের কবলে পড়ায় গুইদো এসব ত্রাণের অনুরোধ জানিয়েছিলেন।