গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমে বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে ও তাপের ঝাঁজে নাকাল খেটে খাওয়া মানুষ। রংপুর বিভাগ ছাড়া দেশের ৫৬ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শিগগিরই বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়াবিদরা।তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি পেরিয়ে আরো তীব্র হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, আপাতত এই গরম থেকে স্বস্তি মিলবে না। এ জন্য অপেক্ষা করতে হবে সপ্তাহখানেক।গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।