Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৯

নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান


প্রকাশন তারিখ : 2019-02-04

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা দেশের পাশাপাশি বহির্বিশ্বেও প্রশংসিত হয়েছে।

সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনসেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইন-শৃংখলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় পুলিশ বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

  শেখ হাসিনা বলেন, পুলিশের প্রত্যেক সদস্যের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে জনবান্ধব পুলিশে পরিণত হতে হবে।

  প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমনের মতো মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 নিরীহ মানুষ যাতে কোনভাবেই নির্যাতন বা হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকালে পুলিশ  সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  আনুষ্ঠানিকতার অংশ হিসেবে একটি খোলা জিপে করে বর্নাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

 এতে অংশ নেয় পুলিশের কয়েকটি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দল। এই দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মাধ্যমে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।

  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের সাহসিকতা ও কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পরিয়ে দেন।

  ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বিরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৪৯ জনকে বিভিন্ন পদক প্রদান করা হয়।