যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার অভিজ্ঞ ছয় কূটনীতিক ও নীতি নির্ধারকদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন, ‘আমেরিকা ফিরে এসেছে। বিশ্বে নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত।’
এসব কূটনীতিক ও নীতি নির্ধারকদের নিয়ে তিনি তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক টিম গঠন করছেন।
এ টিমে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আভ্যন্তীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, গোয়েন্দা প্রধান, জাতিসংঘ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রদূত ।
তবে বাইডেনের মনোনয়নের পর সিনেটের অনুমোদনের জন্যে অপেক্ষা করতে হবে এই টিমকে।
বাইডেন বলেন, এই টিম আমেরিকার বৈশ্বিক ও নৈতিক নেতৃত্ব পুনরুদ্ধার করবে।
বাইডেন আরো বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই, যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন, যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।