তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপান মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা আয়োজিত বাংলাদেশ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল আর্টিকেলের বাস্তবায়নের অগ্রগতির ফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ই-সিগারেটের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, তাই এর আমদানি বন্ধ করা প্রয়োজন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, প্রচারের মাধ্যমে ধুমপানের বিরুদ্ধে সচেতনতা আরো বাড়াতে হবে।