জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা প্রদান করা হয়েছে। ৬২৮ শহীদ পরিবার ও ১ হাজার ৬০১ জন আহতের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার ঢাকায় "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন" আয়োজিত সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সারজিস আলম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠনের পর অনুদান জমা হয়েছে ১০৯ কোটি ২০ লাখ টাকা। বর্তমানে ফাউন্ডেশনের ফান্ডে জমা রয়েছে ৬১ কোটি টাকা।