Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৯

ডেঙ্গু টেস্টের পণ্যে সব ধরনের কর ছাড়


প্রকাশন তারিখ : 2019-08-05

দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত টেস্টের প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের কর ছাড় দিয়েছে সরকার

এর মধ্যে রয়েছে ডেঙ্গু টেস্ট কিট, রিএজেন্ট এবং কিটস ফর প্লাটিলেট অ্যান্ড প্লাজমা। এসব পণ্যের ওপর থেকে শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর ছাড় দেওয়া হয়েছে।

সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে এ ছাড় দেওয়া হয়েছে। এ সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (০৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়ছে, ডিঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিএজেন্ট এবং কিটস ফর প্লাটিলেট অ্যান্ড প্লাজমার উপর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হলো। এজন্য দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে এবং আমদানিকৃত পণ্য মানসম্মত কিনা তা ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।