সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫
যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড়াই শেষ রুশ-মার্কিন আলোচনা, তুরস্কে জেলেনস্কি
প্রকাশন তারিখ
: 2025-02-18
ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবারের এই বৈঠক ‘সফল’ হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও এই আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাকে রাখা হয়নি।এদিকে, সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। এর আগে, ভ্লাদিমির পুতিন ‘প্রয়োজন হলে’ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।