Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০১৯

তালেবানদের সঙ্গে নীতিগত সমঝোতা। আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে ৫হাজার ৪শ’ মার্কিন সৈন্য


প্রকাশন তারিখ : 2019-09-03

  আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।

 জঙ্গিগোষ্ঠী তালেবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নীতিগত সমঝোতা চূড়ান্ত হলে আগামী ২০ সপ্তাহের মধ্যে পাঁচটি সামরিক ঘাঁটি থেকে ৫ হাজার চারশ’ মার্কিন সৈন্য ফিরিয়ে নেয়া হবে।

   যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচক জালমে   খালিলজাদ জানিয়েছেন, উপসাগরীয় দেশ কাতারে ৯ দফা আলোচনার পর তারা এই সমঝোতায় উপনীত হয়।

 তবে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জালমে খালিলজাদ।

  এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক ক্ষুদে বার্তায় জঙ্গিগোষ্ঠী তালেবান মুখপাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা হওয়ার খবর নিশ্চিত করেছেন্।

   আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ ব্যাপারে নিজস্ব মতামত দেয়ার আগে চুক্তিটি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন।

   ২০০১ সালে আফগানিস্তান লড়াই শুরুর পর আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনী প্রায় তিন হাজার ৫শ’ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৩০০ জনের বেশি মার্কিন সৈন্য।#