প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর সরকার জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট এর পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলাধুলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে।
সকালে গণভবনে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট এ অংশগ্রহনকারী দেশসমূহের রাষ্ট্রদূত ও খেলোয়ারগন সৌজন্য সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী খেলোয়ার ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দেশের ইতিহাসে টেনিস খেলার সর্ববৃহৎ আয়োজন ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট’।
প্রধানমন্ত্রী ১৩ই নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ছয় দিনব্যাপী এই আয়োজনে ১৯টি দেশের ২৭টি ক্লাবের মোট ৭৪ জন টেনিস খেলোয়াড় অংশ নেন।