রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ডাম্পীং-এর কাজ চলছে। তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর মধ্যে এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি ।
আজ ভোরে আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটসহ কাজ করে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে কাল থেকে ১৫দিন বিশেষ অভিযান চলবে।