Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০১৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার আয়োজনে হাজারো কন্ঠে বর্ষবরণ। উপভোগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং


প্রকাশন তারিখ : 2019-04-14

 পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ করেন সুরের ধারা সংগীত সংগঠন। হাজারো শিল্পী সম্মিলিত কণ্ঠে বাংলা নববর্ষকে বরণ করে নেয় সংগীতের সুর মূর্ছনায়।

  সুরের ধারার এই আয়োজনে যোগ দেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং।

  উৎসবে আরো যোগ দেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলিসহ সঙ্গীতপ্রেমী হাজারো মানুষ।

  প্রধান অতিথির বক্তৃতায় ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির কথা জানান।  বাংলা ভাষায় বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী।

  পরে দর্শক সারিতে বসে ভুটানের প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলের সদস্যগণ সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন।