ছয় হাজার ২শ’ ৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৮টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানীজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প, তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন প্রকল্প, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, জয়পুরহাট জেলায় তুলশী, গঙ্গা, ছোট যমুনা, চিংড়ি ও হারাবতী নদী পুনঃখনন প্রকল্প, উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা সিটি নেইবরহুড আপগ্রেডিং-ডিসিএনইউপি প্রকল্প,সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্প এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন।
পরিকল্পনা মন্ত্রী জানান, অনুমোদিত ৮টি নতুন প্রকল্পের মোট ব্যয় হবে ছয় হাজার ২শ’ ৭৬ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে তিন হাজার ৩শ’ ১৩ কোটি ৯২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে দুই হাজার ৯শ’ ৬২ কোটি ৩২ লাখ টাকাছয় হাজার ২শ’ ৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৮টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।