অমূল্য সম্পদ পানির অপচয় রোধে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন পানি সম্পদ অপচয় করলে কোন সম্পদই শেষ পর্যন্ত থাকেনা।সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে গণভবন থেকে সংযু্ক্ত ছিলেন শেখ হাসিনা।দেশের ভৌগলিক ও ভূপ্রকৃতি বিবেচনা করে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় জানিয়ে সরকার প্রধান বলেন, মানুষের কল্যাণ ও মঙ্গল কীভাবে হবে প্রতিটি ক্ষেত্রে তা বিবেচনায় নিতে হবে। শুধু আজকের জন্য না, ভবিষ্যতে এই দেশ যাতে উন্নত ও সমৃদ্ধ থাকে সেদিকে লক্ষ্য রেখেই সকল পরিকল্পনা গ্রহন করতে হবে।বক্তব্যে ভূগর্ভস্থ পানি ব্যবহারের সীমিত রাখার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায়, ভূ উপরিস্থ পানি যত বেশি ব্যবহার করা যায়, সে দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা নিচ্ছে সরকার।নগরায়ন ও যে কোন অবকাঠামো নির্মাণের জন্য দুটি জিনিসের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা এবং আরেকটা হচ্ছে জলাধার থাকা; এটা থাকা একান্ত প্রয়োজন, সেখানেও বৃষ্টির পানি সংরক্ষণ হয়।রাস্তাঘাট নির্মাণের সময় পানির প্রবাহ ও নৌপথ যাতে ঠিক থাকে সেই দিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।