মিয়ানমারের রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব প্রয়াত কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির প্রধান নির্বাহী হেনরিয়েটা ফোর বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরির দিকনির্দেশনা আনান কমিশনের সুপারিশে রয়েছে।
মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সম্মেলনে হেনরিয়েটা বলেন, রোহিঙ্গা শিশুরা বাংলাদেশের আশ্রয়শিবিরে নিরাপত্তাহীন ও আশাহীনভাবে বসবাস করছে। আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে অনেকের শিক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে এবং অনেক শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হবে।’