শেখ হাসিনার বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এছাড়া, ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রোববারের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সউদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামীম বিন হামাদ আল থানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং, শ্রীলংকার প্রেসিডেন্ট মায়িথ্রিপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।