Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিচ্ছে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী


প্রকাশন তারিখ : 2024-06-30

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী।এরমধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন।প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১২ থেকে ২১ আগস্টের মধ্যে।পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা।এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এবার ঢাকা মহানগরীতে ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষার্থীদের যেকোনো অসুবিধা মোকাবিলায় ডিএমপির কুইক রেসপন্স টিম কাজ করছে।এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলো যথারীতি হবে।