নিজেকে বলিভিয়ার ‘অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা দিয়ে বসেছেন দেশটির বিরোধী দলের সিনেটর হিনাইন আনেস। চাপের মুখে ইভো মোরালেস প্রেসিডেন্ট পদ থেকে সরে দেশ ছাড়ার পর এ ঘোষণা দিলেন তিনি।মঙ্গলবার চলমান সংকটের মধ্যে কংগ্রেসে এ ঘোষণা দেন। যদিও এ দিন কোরাম সংকটের কারণে তার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণায় প্রয়োজনীয় সমর্থন ছিল না। কেননা, এসময় মোরালেসের পার্টির সদস্যরা কংগ্রেসের অধিবেশন বর্জন করেছিলেন।