আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় সমর্থন দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি।
নেদারল্যান্ডসের হেগে এই মামলার শুনানি হবে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে গত ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া।
এদিকে, রাখাইনে সেনা বাহিনীর নির্যাতন ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
বিভিন্ন দেশের গণমাধ্যম এই বিচার কার্যক্রমকে আই ওয়াশ বলে অভিহিত করেছে।