Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবে আহত আরও ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে


প্রকাশন তারিখ : 2025-01-29

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল -সিএমএইচ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। ২৯ জানুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী নিয়মিত ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সিএমএইচ থেকে পাঠানো তিন জন হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান আলী (১৭), তাহসিন হোসেন (১৩)। রোমান ঢালি ও তাহসিন হোসেনের পিঠে গুলি লেগেছে। তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। রোবটিক ফিজিওথেরাপির জন্য তাদের পাঠানো হয়েছে।  অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে।  অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। মুখে গুলিবিদ্ধ হওয়ায় মিজানুর রহমানের মুখমন্ডলের আকার পরিবর্তন হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত ২৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।