সিরিয়ায় তুরস্কের সরকারি এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা নিহত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার এ কথা বলেছেন।এরদোয়ান টিভিতে এক ঘোষণায় জানান, সিরিয়ায় গত শনিবার এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা আবু হোসেন আল-কুরেশি নিহত হয়েছেন।গত ৩০ নভেম্বর আইএস আগের প্রধান আবু হাসান-আল হাশিমি আল-কুরেশির মৃত্যুর খবর জানায়। তাঁর স্থলে আবু হোসেন আল-কোরেশির নাম ঘোষণা করা হয়।সিরিয়ার উত্তরাঞ্চলে থাকা এএফপির প্রতিনিধি বলেছেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সামরিক পুলিশ গত শনিবার আফরিনের উত্তর–পশ্চিমাঞ্চলের জিন্দিরেসের একটি এলাকায় চলাচল বন্ধ করে দিয়েছে।ওই এলাকার বাসিন্দারা এএফপিকে জানান, ইসলামিক স্কুল হিসেবে পরিত্যক্ত একটি খামার ব্যবহার করা হচ্ছিল। ওই স্কুল লক্ষ্য করেই অভিযান চালানো হয়।২০২০ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সেনা মোতায়েন করেছে। সিরিয়ার সহায়তায় তুরস্ক পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করে।