Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ করছে নির্বাচন কমিশন


প্রকাশন তারিখ : 2023-12-05

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চত্বরে স্থাপিত অঞ্চলভিত্তিক ১০টি বুথে বাতিলকৃত প্রার্থীরা তাদের আপিল দাখিল করছেন।এছাড়া রয়েছে ১টি কেন্দ্রীয় বুথ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।এরপর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আাপিলকৃত প্রার্থিদের শুনানির পর নিষ্পত্তি করা হবে।আপিল আবেদনের শুনানি শেষে ফলাফল মনিটরে দেখা যাবে। আপিলের পর রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত ইমেইলে পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।