১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি-একনেক।আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালী একনেক সভায় যুক্ত হন। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক এর হাটহাজারী হতে রাউজান পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ, ঢাকা ম্যাস র্যাপিড ডেভেলপমেন্ট(লাইন-৬) প্রকল্প, নরসিংদী সড়ক বিভাগ এর আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার নরসিংদী-রায়পুরা দুইটি আঞ্চলিক মহাসড়ক যথাযথমানে প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ-স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি প্রকল্প, খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ প্রকল্প, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সভাশেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পমন্ত্রী এম.এ মান্নান।তিনি জানান, আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৪টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প।পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি অনুশাসন দিয়েছেন। তিনি বলেন, গ্রামীণ সড়ক নির্মাণের কাজের মান যেন ভাল হয় তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।এছাড়া মেট্রোরেল প্রকল্পে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পার্কিংয়ের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।