Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ এপ্রিল ২০২০

দেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু। নতুন করে আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত


প্রকাশন তারিখ : 2020-04-04

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা, পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন শিশু, এদের বয়স ১০ বছরের নিচে। ৩ জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, ২ জনের ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৬০ থেকে ৭০ বছর এবং ১ জনের বয়স ৯০ বছর।’
তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় যে ২ জন মৃত্যুবরণ করেছেন এদের ১ জন নতুন আক্রান্ত এবং ১ জন আগেই শনাক্ত হয়েছিলেন। এই দুইজনের মধ্যে ১ জনের বয়স ৯০ বছর, আরেকজনের বয়স ৬৮ বছর।