Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি-প্রধান উপদেষ্টা


প্রকাশন তারিখ : 2025-01-02

দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি।”

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হল সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়... আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।”

 

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেন।