Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৯

নাইজার সীমান্তে হামলায় মালির ২৪ সৈন্য নিহত


প্রকাশন তারিখ : 2019-11-19
মালির উত্তরাঞ্চলে নাইজারের সীমান্তে সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় মালির ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

সোমবারের এ ঘটনায় ১৭ জন জঙ্গিও নিহত হয়েছেন বলে মালি সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির গাও অঞ্চলের তাবানকোর্ট সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনাটি ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, “হামলায় মালি বাহিনীর ২৪ জন সৈন্য নিহত ও ২৯ জন আহত হন, পাশাপাশি সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। শত্রুপক্ষের ১৭ জন নিহত হয় ও সন্দেহভাজন ১০০ জনকে আটক করা হয়েছে।”

নাইজারের টিলোয়া থেকে সন্দেহভাজনদের আটক করা হয় বলে মালির সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি।

আক্রমণকারীদের নাম বা তারা কোন গোষ্ঠীর সদস্য কর্তৃপক্ষ তা জানায়নি।

###